রাজশাহী বিভাগসারাদেশ

এসডিএফ চেয়ারপার্সনের টিএমএসএস পরিদর্শন ও মত বিনিময়

সাবেক সিনিয়র সচিব ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর চেয়ারপার্সন গত রবিবার টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা বগুড়ায় সংস্থার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন।
মমইন হোটেলের কনফারেন্স হলে টিএমএসএস’র উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসডিএফ ফাউন্ডেশন চেয়ারমপার্সন মোঃ আবদুস সামাদ। এ সময় তিনি বলেন আমাদের দেশের আগামী প্রজন্মের জন্য কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে হবে। এ জন্য টেকনিক্যাল এডুকেশন অনেক বেশী জরুরী বলে তিনি অভিমত ব্যাক্ত করেন। এসময় তিনি বিশ্বের বিভিন্ন দেশ কিভাবে টেকনিক্যাল প্রযুক্তি কাজে লাগিয়ে উন্নতি সাধন করেছে তা তুলে ধরেন। তিনি বলেন এক্ষেত্রে আমাদের দেশের আইসিটিতে অবদান রাখার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে অবকাঠামো ও সুযোগ তৈরী করতে হবে এবং আগামী প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে হবে। টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পু-্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোঃ মোজাফফর হোসেন, টিএমএসএস পরামর্শক কৃষিবিদি মোঃ আসাদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button