চট্টগ্রাম বিভাগসারাদেশ

করোনায় চট্টগ্রামে নারী চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত চিকিসৎক আইরিন জামান (৩৬) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি বিএমএ চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক ও মা ও শিশু হাসপাতালের কর্মরত ডা. মহিবুল আকবর চৌধুরীর স্ত্রী। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক ডা.আখতাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী জানান, গত কিছুদিন জ্বর হয়ে মা ও শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল। পরে ডায়রিয়াও হয়েছিল। মা ও শিশু হাসপাতালেে আইসিসি থেকে কয়েকদিন আগে মা ও শিশু হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ আনা হয়েছিল। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে চিকিৎসাধীন মারা গেছেন। তিনি মা ও শিশু হাসপাতালের চিকিৎস ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button