জাতীয়

এবার চট্টগ্রামে অর্থ আত্মাসাৎ মামলা হলো রিজেন্ট সাহেদের বিরুদ্ধে

চট্টগ্রাম অফিসঃ করোনার রিপোর্ট জালিয়াতি করে আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৯১ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী।

সোমবার (১৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় মো. সাইফুদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন বলে ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ জানান।

গাড়ির টায়ার ও যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মেগা মোটরর্সের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের পক্ষে মামলাটি দায়ের করেছেন সাইফুদ্দিন।

মামলায় সাহেদ করিম ছাড়াও মেসার্স মেগা মোটরসের সাবেক কর্মকর্তা শহীদুল্লাহকেও (৬০) আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ঢাকার রাস্তায় তিন চাকার যাত্রী বহনকারী যানবাহনের (থ্রি-হুইলার) চলাচলের জন্য বিআরটিএ’র ভুয়া অনুমতিপত্র সরবরাহ করে ৯১ লাখ ২৫ হাজার টাকা আত্মসাত করেছেন মো. সাহেদ ওরফে সাহেদ করিম।

ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, দণ্ডবিধির ৪৬৮, ৪৭১, ৪০৬, ৪২০ ও ৩৪ ধারায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button