সারাদেশ

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ৬ ঘণ্টা পর মৃত্যু

খুলনায় করোনা উপসর্গ নিয়ে আরও একজন মারা গেছেন। হাসপাতলে ভর্তির সাড়ে ৬ ঘণ্টার মাথায় মারা যান খাদিজা (৬৫) নামের ওই নারী। তার বাড়ি খুলনা মহানগরীর টুটপাড়ায়।

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্ট ওয়ার্ডের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১০ মে) ভোর ৪টার দিকে তিনি মারা যান।

খুমেক হাসপাতালের করোনা সাসপেক্ট ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, খাদিজা শনিবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের করোনা সাসপেক্ট ওয়ার্ডে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে ১২টার দিকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান। গত দু’দিন ধরে তিনি জ্বর, শ্বাসকষ্ট, কাশিতে ভুগছিলেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর করোনা ছিল কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

প্রসঙ্গত, খুলনায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ২২ জনের মৃত্যু হল। এদের মধ্যে ৫ জন হলেন ৬০ বছরের ওপরে। হাসপাতালে এখনও ২ জন চিকিৎসাধীন আছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button