সারাদেশ

করোনা পরিস্থিতি নিয়ে বড়াইগ্রাম থানা পুলিশের বিশেষ সিদ্ধান্ত গ্রহণ

নাটোরের বড়াইগ্রামে করোনা ভাইরাস এর সংক্রমণ রোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে বড়াইগ্রাম থানা পুলিশ।
সোমবার (২০এপ্রিল) বিকেলে বড়াইগ্রাম থানা চত্বরে করোনা পরিস্থিতি নিয়ে এক আলোচনার আয়োজন করা হয়।
আলোচনায়  বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশিদ জানান-বর্তমান প্রাণঘাতি করোনা পরিস্থিতি মোকাবেলায় করনীয় সহ সার্বিক বিষয়ে মাননীয় আইজিপি মহোদ্বয়ের নির্দেশনা সমূহ বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।এ সময় জনসমাগম নিয়ন্ত্রনে রাখতে বড়াইগ্রামের সকল হাট আগামীকাল থেকে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার জানান দীর্ঘ এক মাস অক্লান্ত পরিশ্রম করে বড়াইগ্রাম থানা পুলিশ  সবগুলো হাট বন্ধ করে  দিয়েছিলাম। দুইদিন ধরে লক্ষ করা যাচ্ছে বিভিন্ন অজুহাতে জনসাধারণ ঘরে না থেকে বাহিরে বের হয়ে আসছেন, আগামীকাল থেকে অপ্রয়োজনে বাজারে জনসমাগম করবে এমন কোন কাজ কে আর বরদাস্ত করা হবেনা, আর রাস্তাঘাটে অপ্রয়োজনে অযথা সাধারণ মানুষ কে রাস্তাঘাটে চলাফেরা করতে দেওয়া হবে না। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন আলী,এস আই শামসুল ইসলাম প্রমুখ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button