রাজশাহী বিভাগসারাদেশ

করোনা ভাইরাসের সংক্রামন রোধে হিলিতে নো মাস্ক নো এন্ট্রি কর্মসূচী চালু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে হিলিতে করোনা ভাইরাসের সংক্রামন রোধে নো মাস্ক নো এন্ট্রি কর্মসুচী চালু করেছে হিলি পৌরসভা কতৃপক্ষ। শুধুমাত্র মাস্ক পরিহিত ব্যাক্তিদেরকে পৌরসভা ও পৌর এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে, যাদের মাস্ক নেই তাদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

সোমবার সকাল থেকে হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত কাউন্সিলর ও স্টাফদের নিয়ে পৌরসভার সামনের সড়কে অবস্থান নিয়ে এই কর্মসুচি শুরু করেন। এসময় সকলকে মাস্ক ব্যবহারের জন্য বলা হচ্ছে ওসকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য নাগরিকদের বলা হচ্ছে।

হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন বলেন, ইতোমধ্যেই দিনাজপুর জেলায় করোনা সংক্রামনের হার বাড়ার কারনে রেড জোনের মধ্যে পড়েছে। সে তুলনায় হিলি অনেকটাই ভালো অবস্থানে রয়েছে। সেই অবস্থা ধরে রাখতে সরকারের নির্দেশনা অনুযায়ি স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগহনকে উদ্ভুদ্ধ করা হচ্ছে। জনগনকে মাস্ক ব্যাতিরেকে পৌরসভার অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা। এর পরবর্তীতে এসম্প্রর্কিত যে আইন রয়েছে সেটি প্রয়োগ ও ফাইনের ব্যবস্থা করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button