সারাদেশ

করোনা ভাইরাস মোকাবেলায় কেশবপুরের বিভিন্নস্হানে চাল,ডাল, মাস্ক ও সাবান বিতরন

প্রতিনিধি যশোর:কেশবপুর পৌর এলাকায় করােনা ভাইরাস মােকাবেলায় মানবিক সাহায্য হিসাবে পৌর সভার নিজস্ব অর্থায়নে অতিদরিদ্র ৬ শত পরিবারে ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে, সােমবার বিকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত পৌর মেয়র রফিকুল ইসলামের পক্ষ থেকে অতিদরিদ্র ৬ শত পরিবারে ঘরে ঘরে চাউল , ডাউল , আলু , পেয়াজ – সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷

অপরদিকে কেশবপুরে করােনা ভাইরাস প্রতিরােধে , উপজেলার দু ‘ টি ইউনিয়নে , দরিদ্রদের মাঝে ২ হাজার ৫ ‘ শ পিচ সাবান ও ১ ‘ হাজার পিচ মাস্ক বিতরণ করেন , ত্রিমােহিনী ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল ইসলাম । সােমবার দলীয় নেতা – কর্মিদের সাথে নিয়ে , বকুলতলা বাজার , বেগমপুর বাজার , সাতবাড়িয়া বাজার , জাহানপুর বাজারসহ , ইউনিয়নের বিভিন্ন এলাকায় , দরিদ্রদের মাঝে , সাবান ও মাক্স বিতরণ করেন ‘ এর আগের দিন গত রবিবার তিনি ত্রিমােহিনী ইউনিয়নের , বরণডালি বাজার , সরসকাটি বাজার , মির্জানগর বাজার , ত্রিমােহিনী বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে দরিদ্রদের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করেন এ সময়  তার সঙ্গে ছিলেন , বিএনপি নেতা জি এম আবুল , রফিকুল ইসলাম , আব্দুল হাকিম , ফজর আলী , মহির উদ্দীন , ইউনিয়ন যুবদল নেতা খান আব্দুল আজিজ , আকরাম হােসেন প্রমুখ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button