বরিশাল বিভাগসারাদেশ

কলাপাড়ায় করোনার টিকা দেয়ার কার্যক্রম শুরু

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভ্যাকসিন প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে অনলাইনে আবেদনকৃত ১৪০ জনের শরীরে করোনা প্রতিশেধক এ টিকা প্রদান করা হয়। রবিবার সকালে হাসপাতাল প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মহিববুর রহমান মহিব। এ উপজেলায় প্রথম ব্যক্তি হিসেবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার ভ্যাকসিন গ্রহন করেন।
উদ্ভোধনী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হক, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমানসহ সরকারী অন্যান্য উর্ধতন কর্মকর্তারা।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা: চিন্ময় হাওলাদার জানান, প্রথম দফায় কলাপাড়ায় ৭৪৩টি করোনার ভ্যাকসিন এসেছে। যা দিয়ে ৭ হাজার ৪৩০ জনকে টিকা দেয়া যাবে। ইতিমধ্যে টিকা দেয়ার জন্য অনলাইনে ১৪০ জন আবেদন করেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button