রংপুর বিভাগসারাদেশ

টিএমএসএস উদ্যোগে সাঘাটায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ডেপুটি স্পীকার

স্টাফ রিপোর্টারঃ টিএমএসএস এর উদ্যোগে গত শনিবার গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্লা ভরতখালী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রচন্ড শীতে উত্তরবঙ্গের দরিদ্র মানুষ কষ্ট পাচ্ছে। বেসরকারী উন্নয়ন সংস্থা টিএমএসএস তাদের মাঝে কম্বল বিতরণ করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। এসব অসহায় মানুষের পাশে সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা গুলোকে এগিয়ে আসতে হবে। তাহলেই মানুষের কষ্ট লাঘব হবে। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান ফারুক লিপটনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহিউদ্দিন জাহাঙ্গীর, টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম প্রমূখ। আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বেলাল হোসেন, টিএমএসএস এর সহকারী ডমিন প্রধান (রংপুর) মোঃ আহসান হাবীব মোহন, গাইবান্ধা জোনাল ম্যানেজার ছানাউল হক খান। সার্বিক দায়িত্ব পালন করেন টিএমএসএস উল্লা ভরতখালী শাখা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান। শীতার্ত ১ হাজার দরিদ্র মানুষের মাঝে কম্বল, মাস্ক, পিঁয়াজ বিতরণ করা হয়। এ ছাড়াও গতকাল রবিবার বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাটে টিএমএসএস এর উদ্যোগে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল, মাস্ক ও পিঁয়াজ বিতরণ করেন বালুয়াহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ রুহুল আমিন, বালুয়াহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আহসান কবির, উপাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, সোনাতলা থানার সাব-ইন্সপেক্টর আব্দুল গফুর, টিএমএসএস এর সহকারী পরিচালক আব্দুল মোত্তালেব, জোন প্রধান মোঃ মিজানুর রহমান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button