রংপুর বিভাগসারাদেশ

রাণীশংকৈলে কোভিড-১৯’র প্রথম টিকা নিলেন ডাঃ তোফাজ্জুল

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৭ ফেব্রুয়ারি রবিবার দুপুরে কৌভিড-১৯’র টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয় ।
উদ্বোধনী টিকাদান কর্মসূচীতে প্রথম টিকা গ্রহণ করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জুল হোসেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে টিএচএ ডাঃ আদ্বুস সামাদ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ জাহিদুর রহমান জাহিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, ওসি এস এম জাহিদ ইকবাল, পৌর আ’ লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর
রহমান,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।
এছাড়াও কর্মসূচিতে বিভিন্ন চিকিৎসক, কর্মকর্তা- কর্মচারি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: এ উপজেলায় প্রথম ধাপে ৭ হাজার ডোজ টিকা পৌঁচেছে। এর মধ্যে প্রথম দফায় ৩৫০০ জনকে টিকা দেয়া হবে। আজ রেজিস্ট্রেশন ভুক্ত ১৮২ জন কে টিকা দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট মেডিকেল অফিসার ডাঃ ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button