রংপুর বিভাগসারাদেশ

কুড়িগ্রামে তিন দোকানীকে ২২ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী ও পণ্যের মুল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযানে তিন দোকানীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কুড়িগ্রাম জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভুরুঙ্গামারীতে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী করায় ভুরুঙ্গামারীর জয়মনিরহাট বাজার এলাকার ভাই ভাই ফুড প্রোডাক্টকে ২০ হাজার টাকা, পণ্য বিক্রির মুল্য তালিকা প্রদর্শন না করায় ভুরুঙ্গামারী বাজারের দুধকুমর ট্রেডার্সকে ১ হাজার ও একই অভিযোগে দুই ভাই স্টোরকে ১ হাজার টাকাসহ তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়।
এসময় নাগেশ্বরী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক ও ভুরুঙ্গামারী থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।
ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ভোক্তা অধিকারের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button