রংপুর বিভাগসারাদেশ

কুড়িগ্রামে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সুশিল সমাজের সাথে মতবিনিময়

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরীদের অংশগ্রহণ শীর্ষক সুশিল সমাজ ও সেবাদানকারী সংস্থা সমুহের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজলার ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে ‘জেন্ডার জাস্টিজ এন্ড ডাইভারসিটি প্রোগ্রামে’র আওতায় ব্র্যাক এর সহযোগীতায় ও গ্রাসরুট কো-অপারশনের আয়াজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন। সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তি রাণী, জেন্ডার জাস্টিজ এন্ড ডাইভারসিটি প্রোগ্রামে’র রংপুর ডিভিশনের ম্যানেজার সেলিনা বেগম, জেলা সমন্বয়কারী রেজাউল করিম খান, গ্রাসরুট কো-অপারেশন এর জেলা কো অর্ডিনেটর জহুরুল হক বুলবুল, সংস্থার মনিটরিং ‍অফিসার মোতাসিম বিল্লাহ সহ ৯ ইউপি সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button