খেলা

লিচকে আজীবন বিনামূল্যে চশমা

১৭ বলে মাত্র ১ রান। অ্যাশেজের তৃতীয় টেস্টে নির্ণায়ক ভূমিকা রেখেছে এটি। রানটা বড় কথা নয়; ১১তম ব্যাটসম্যান হিসেবে নেমে বেন স্টোকসকে সঙ্গ দিয়ে ইংল্যান্ডের জয়ের রাস্তা পরিষ্কার করেন জ্যাক লিচ। শ্বাসরুদ্ধকর ম্যাচে অস্ট্রেলিয়াকে ১ উইকেটে হারান ইংলিশরা। স্বাভাবিকভাবেই স্বদেশের মানুষের হৃদয় জিতেছেন তিনি।

হেডিংলে টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে শেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন লিচ। জয়ের জন্য তখন ইংল্যান্ডের দরকার ছিল ৭৬ রান। দলের চরম বিপর্যয়ে ১৭ বল খেলে ক্রিজের উল্টো পারে দাঁড়ানো স্টোকসকে যোগ্য সঙ্গ দেন তিনি। এতে ম্যাচ বের করে ফেলেন ইংলিশ অলরাউন্ডার।

সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে, লিচের এ লড়াকু ইনিংসের কোনো তুলনাই হয় না। তার অপরাজিত ১ রানই যেন শতরানের সমান। সতীর্থের এমন পারফরম্যান্সে অভিভূত হন এ টেস্টের নায়ক স্টোকস। ম্যাচশেষে স্পেসসেভার্সের কাছে লিচকে আজীবন বিনামূল্যে চশমা দেয়ার অনুরোধ করেন তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button