বরিশাল বিভাগসারাদেশ

কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশনের উদ্বোধন, ও ১০০ সেলাই মেশিন বিতরণ

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:  মানবিক বিপর্যয়ে আমরা আর্তমানতার সেবায়  সর্বদা প্রস্তুত এস্লোগানকে কে সামনে রেখে  নোয়াখালীর কোম্পানীগঞ্জে  ‘কোম্পানীগঞ্জ  প্রবাসী ফাউন্ডেশনের’ উদ্বোধন ও সেলাই মেশিন বিতরন করা হয়।
রোববার ( ১১ অক্টোবর) সন্ধ্যা ৭ টার সময় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা হল রুমে কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ফখরু উদ্দিন মাহমুদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশনের  উদ্বোধন অনুষ্ঠানের উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল হক মীর।
এই ছাড়াও উদ্ভোদনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা সু প্রভাত চাকমা, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আরিফুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি ( বীর মুক্তিযোদ্ধা) খিজির হায়াত খান,সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী,কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি প্রফেসর গোলাম সারওয়ার, সাধারণ সম্পাদক ও উপজেলার ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল, বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন নোমান, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না,এই ছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
অনুষ্ঠানে  প্রবাসের বিভিন্ন দেশ থেকে ভিড়িও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশনের সদস্যরা।
কোম্পানীগঞ্জ  প্রবাসী ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে ১০০ দূরস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button