বরিশাল বিভাগসারাদেশ

কোম্পানীগঞ্জে অটোরিকশা চালকদের চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে ব্যাটাারী চালিত অটোরিকশা সমিতির নাম ভাঙ্গিয়ে  চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে রিকশা চালকরা ।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে ভুক্তভোগী রিকশা চালকরা কোম্পানীগঞ্জ ব্যাটারী  চালিত অটোরিকশা মালিক শ্রমিক সমবায় সমিতি লিঃ কর্মকর্তাদের বিরুদ্ধে সমিতির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে এ বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিলটি বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃজিয়াউল হক মীর’র কাছে চাঁদাবাজির অভিযোগ এনে ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  মোঃ জিয়াউল হক মীর ও কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃআরিফুর রহমান চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে রিকশা চালকেরা তাদের কর্মসূচি স্থগিত করে।
কোম্পানীগঞ্জ ব্যাটারী চালিত অটোরিকশা মালিক শ্রমিক সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক চাঁদাবাজির অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমাদের সমিতি বসুরহাট বাজারে যানজট নিরসনে কাজ করছে। সমিতির সদস্যদের ভর্তি ফিস এবং মাসিক সার্ভিস চার্জ দিয়ে সমিতির লাইন ম্যান এবং অফিস খরচ চালানো হয়। এ ছাড়াও আদায়কৃত অর্থ থেকে পঞ্চাশ টাকা সমিতির সদস্যের নামে তাদের সঞ্চয় হিসাবে জমা থাকে।
 কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃজিয়াউল হক মীর বলেন, অটোরিকশায় চাঁদাবাজির অভিযোগে এনে রিকশা চালকেরা ৯জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। ভুক্তভোগী অটোরিকশা চালকদের প্রতিনিধি দল ও রিকশা চালকদের অভিযোগ শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button