সারাদেশ

চট্টগ্রামে দেশের প্রথম ফিল্ড হাসপাতালে করোনার চিকিৎসা শুরু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে দেশের প্রথম ফিল্ড হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে রোগী দেখার মধ্য দিয়ে চট্টগ্রামে ফিল্ড হাসপাতালটি কার্যক্রম শুরু করে।
৪০টি বেড এবং ভেন্টিলেটর সুবিধা নিয়ে শুরু হওয়া এই হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা মোকাবেলায় নিজের দায়িত্ববোধ থেকে ফিল্ড হাসপাতাল নির্মাণে আগ্রহী হন তিনি। পরে তার এই উদ্যোগে পাশে এসে দাঁড়ান নাভানা গ্রুপ।

প্রশাসনের সার্বিক সহযোগিতায় হাসপাতাল নির্মাণ করতে সময় লেগেছে ১৫ দিন।

হাসপাতালে উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল উদ্বোধনের ব্যবস্থা রাখা হয়নি। সকাল থেকে বেশ কয়েকজন রোগী এসেছে। তবে তারা বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে এসেছে। যেহেতু এটি শুধুমাত্র করোনা রোগের চিকিৎসা দেয়ার জন্য প্রস্তুত করা। তাই তাদের কাউন্সিলিং করে পাঠিয়ে দিয়েছি।

হাসপাতাল নির্মাণে বিভিন্ন ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও সহায়তা প্রদান করেছেন।

হাসপাতালের উন্নয়ন কাজ দেখতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন সহ বেশ কয়েকজন হাসপাতালের স্থানটি পরিদর্শনে যান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button