সারাদেশ

চট্টগ্রামে পাটের বস্তায় পাওয়া গেল ১শ’ ৯৫ বোতল ফেন্সিডিল

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের শুলকবহর এলাকা থেকে ১শ’ ৯৫ বোতল ফেন্সিডিলসহ মো. ইয়াছিন আবেদীন সোহাগ (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। সোহাগ নগরীর আইসফ্যাক্টরি রোডের স্টেশন কলোনির মৃত জয়নাল আবেদীনের ছেলে। তার বাড়ি সীতাকুণ্ডের ফুলতলা বলে জানা গেছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, শুলকবহরের মো. নিশানের বাড়ির নিচতলায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশে মাদকব্যবসায়ীর অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে মো. ইয়াছিন আবেদীন সোহাগকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে বাড়ির স্টোর রুমে একটি পাটের বস্তার ভেতর থেকে ১শ’ ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময়  র‌্যাবের উপস্থিতির টের পেয়ে মো. নিশান (২৯) নামে অন্য এক আসামি পালিয়ে যায়।

পলাতক নিশান নগরের শুলকবহরের (বায়েজীদ বোস্তামী সড়ক, ২নং গেট, পুনর্বাসন এলাকা) সৈয়দ মো. নওশেদের ছেলে।

র‌্যাব আরো জানায়, তারা দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কৌশলে নগরীর বিভিন্ন মাদকব্যবসায়ী ও সেবীদের কাছে বিক্রয় করে আসছে। আসামি সোহাগের বিরুদ্ধে সদরঘাট থানায় একটি মাদক মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।
র‌্যাব আরো জানায়, উদ্ধারকৃত মালামাল ও আসামিকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button