দুর্যোগসারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদক দ্রব্যসহ আটক ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক দুইটি অভিযানে নিষিদ্ধ মাদক গাঁজা
এবং ইয়াবা জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। অভিযানে ৩
জন যুবককে আটক করেছে র‌্যাব-৫। র‌্যাবের দাবী আটক যুবকেরা মাদক ব্যবসায়ী।
মাদকসহ ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক
শনিবার রাত পৌণে ৮টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, অবৈধভাবে
মাদকদ্রব্য বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী
পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃত্বে জেলার শিবগঞ্জ উপজেলায় দুইটি
চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এর একটি অভিযানে বিকাল ৪টায় উপজেলার রানীনগর গ্রামের সাতভাইয়া সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে
১টি বাই সাইকেল ও ৩ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ উপজেলার গোপালনগর এলাকার মৃত
আইন উদ্দিনের ছেলে মো. খাইরুল ইসলাম (৪০) কে আটক করা হয়।
এর আগে একই দিন অপর এক অভিযানে দুপুর সাড়ে ১২টায় শিবগঞ্জ উপজেলার
গোপালনগর হঠাৎ পাড়া গ্রামের বেলাদুল ইসলামের বাড়ির দক্ষিণে গোডাউন ঘরের
সামনের বারান্দায় অভিযান পরিচালনা করে ৫ লক্ষ ৫৮ হাজার টাকার ১৮৬০ পিস
ইয়াবা ট্যাবলেটসহ জেলার গোমস্তাপুর উপজেলার দোসীমনি কাঁঠাল গ্রামের মৃত
নূরুল ইসলামের ছেলে মো. জুয়েল (৩১) এবং নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার
দোষপুর গ্রামের মৃত মরফুল হোসেনের ছেলে মো. আলমগীর হোসেন (৩০) কে আটক করা
হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ীরা বিভিন্ন মাদক ব্যবসার সাথে
জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে প্রয়োজনীয়
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান উপ-পরিচালক ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button