সারাদেশ

চিলমারীতে জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে সাংবাদিকসহ আহত- ৫

উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের চিলমারীতে জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছে। শনিবার (০২ মে) সকালে চিলমারী উপজেলার পুর্ব মাচাবান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আব্দুল মান্নান (৭০), সাংবাদিক হুমায়ুন কবীর (৪৫), মাইদুল ইসলাম (৩৫), মাজেদুল ইসলাম (২২) ও খায়রুল আলম (৪০)। আহতদের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের পুর্ব মাচাবান্দা গ্রামের আলহাজ্ব আব্দুল মান্নানের জমিতে জোরপূর্বক ধান কর্তন করাকে কেন্দ্র করে ভোর রাতে প্রতিপক্ষ মৃত কফিল উদ্দিন এর ছেলে আবু সামা (সাবেক সেনা সদস্য) মোঃ জাহেদুল ইসলামের যোগসাজসে দলবলসহ উক্ত জমিতে ধান কাটা শুরু করে। এমতাবস্থায় খবর পেয়ে আব্দুল মান্নান তার জমিতে ধান কাটা নিষেধ করলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রতিপক্ষ আবু সামা মহিলাসহ ২০-২৫জনের একটি সংঘবদ্ধ দল আব্দুল মান্নান এর উপর অতর্কিতভাবে হামলা চালায়। আব্দুল মান্নানের ডানহাত ভেঙ্গে যায়। পরে খবর পেয়ে আব্দুল মান্নান এর ৪ সন্তান এগিয়ে আসলে লাঠি, ছোড়া, দা-কুড়াল, লোহার রড, বল্লম, সাবল, খন্তি, রাম দা, বেকিসহ ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। এতে দৈনিক যুগের আলো পত্রিকার চিলমারী প্রতিনিধি হুমায়ুন কবীর এর মাথায় আঘাত করলে মারাত্বক জখম হয়। তার মাথায় ৫টা সেলাই দেয়া হয়েছে। এছাড়াও বাকি ৩ ভাই এর নাক, মুখ, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
চিলমারী মডেল থানার ওসি (তদন্ত) সরকার ইফতেখারুল মোকাদ্দেম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button