সারাদেশ

চুয়াডাঙ্গায় পুকুরে মিলল বিরল প্রজাতির মাছ

চুয়াডাঙ্গার সদর উপজেলায় জেলেদের জালে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। এই মাছটির নাম ‘সাকার ফিস’। এর ওজন প্রায় ৫০০ গ্রাম।

শুক্রবার বিকালে উপজেলার ছোটশলুয়া গ্রামে হাফিজুল ইসলামের পুকুর থেকে ওই মাছটি ধরা হয়। ওজন ৫০০ গ্রামের ওপরে

তিতুদহ ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ড মেম্বর আকতার হোসেন জানান, জেলেদের জালে ধরা পড়া মাছটি এখনো বেঁচে আছে। মাছটি বর্তমানে হাফিজুলের বাড়িতেই রয়েছে। বিরল প্রজাতির মাছটি দেখতে গ্রামবাসী ওই বাড়িতে ভিড় করছেন।

এ মাছটি সাকার ফিস অথবা সাকার মাউথ যে নামেই ডাকি না কেন এটা এক ধরনের শোভাবর্ধণকারী এ্যাকুরিয়ামের মাছ। এটি একটি বিদেশি জাতের মাছ বলে জানা গেছে।

পুকুর মালিক হাফিজুল ইসলাম জানান, সকালে জেলেরা পুকুরে মাছ ধরতে নামে। এসময় জেলেদের জালে ধরা পড়ে বিরল প্রজাতির এই মাছটি। মাছটির পুরো শরীর শক্ত কাটায় আবৃত।

এর আগে এমন ধরনের মাছ কেউ দেখেনি। হঠাৎ এমন মাছের দেখা পাওয়ায় এলাকায় কৌতুহল সৃষ্টি হয়েছে বলে জানান আকতার হোসেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button