সারাদেশ

টাঙ্গাইলে নতুন করে একই পরিবারের ৪ জন করোনায় আক্রান্ত

টাঙ্গাইলে নতুন করে ৮ মাসের শিশুসহ একই পরিবারের চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাতেই ওই বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়াও টাঙ্গাইলের ঘাটাইলে আরও একজন ব্যক্তি আক্রান্ত  হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৬০ জনে দাঁড়ালো।

বুধবার সকালে একই পরিবারের চারজনসহ পাঁচজন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান।

জানা যায়, তাদের একই পরিবারের চারজন আক্রান্তের বাড়ি জেলার নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের বাটরা গ্রামে। পূর্বের ঢাকাফেরত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে পরিবারের চারজন নতুন করে করোনা পজিটিভ হয়েছেন। আক্রান্তের মধ্যে রয়েছেন ওই ব্যক্তির মা, বাবা, স্ত্রী ও শিশু সন্তান।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা পাঠানো হয় এর মধ্যে একই নাগরপুরের একই পরিবারের চারজন ও ঘাটাইলের একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছে ১ হাজার ৪৪৪ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button