রাজশাহী বিভাগসারাদেশ

টিএমএসএস এর উদ্যোগে পরিবেশ সংরক্ষণ বিষয়ক সেমিনার

স্টাফ রিপোর্টারঃ টিএমএসএস পরিবশে বিভাগের উদ্যোগে গত বুধবার বগুড়ায় টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউট (টিটিআই) মিলনায়তনে “পরিবেশ সচেতনতা সুস্থ ও সফল জীবনের পূর্ব শর্ত” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টিএমএসএস এর নির্বাহী পরামর্শক ও সাবেক যুগ্ম-সচিব মোঃ নাজমুল হক। তিনি তার বক্তব্যে বলেন পরিবেশ সচেতনতা বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিবেশ বাঁচলে জীবজন্তু এবং মানুষ বাঁচবে। এমন কি বর্তমান বিশ্বের এ পর্যন্ত অপ্রতিরোধ্য একটি সার্বজনীন সমস্যা করোনা সংক্রমন রোধেও পরিবেশ সংরক্ষণ একটি উল্লেখ যোগ্য অনুসংগ। তাই পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের সকলকে এগিয়ে আসতে হবে, নিজ নিজ পরিবার ও জনগণকে সচেতন করতে হবে। আরও বক্তব্য রাখেন নিশিন্দারা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ নাজমুল সরকার, নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ শাহিনুর ইসলাম (টম্পি), টিএমএসএস প্রোগ্রাম-৩ ডোমেইন প্রধান মোঃ ইকরামুল হক, টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউটের অধ্যক্ষ জি আর এম মাসুদ রানা, টিএমএসএস টাস্কফোর্সের চেয়ারম্যান এমএম আহসান হাবীব, টিএমএসএস এর উপদেষ্টা এম জামিল খান (টেংকু), টিএমএসএস এর পরামর্শক মোঃ সিরাজুল ইসলাম, টিএমএসএস এর আজীবন সদস্য মোঃ মকবুল হোসেন, টিএমএসএস এর যুগ্ম-পরিচালক মুহাম্মদ মমিনুল ইসলাম, টিএমএসএস এর এরিয়া ম্যানেজার মোঃ সাজেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কো-অর্ডিনেটর মোঃ মহসীন আলী। এ ছাড়াও সেমিনারে টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিবেশ দূষণের ফলে বিশ্বের বিভিন্ন দেশসহ বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দূর্যোগ ও জনস্বাস্থ্যের উপর এর ব্যাপক প্রভাব নিয়ে সভায় বক্তাগণ জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন। সেমিনারে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সরকার বরাবর প্রেরণের জন্য একটি সুপারিশ মালা প্রস্তুত করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button