রাজশাহী বিভাগসারাদেশ

টিএমএসএস মম ইন বিনোদন জগতে মাছ ধরা উৎসব

বিগত ২০ বছর যাবত করতোয়া নদীতে এরূপ বহু প্রজাতির মাছ এবং মাছ ধরার জনতা, মাছ ধরা উৎসব সেকালের বৌধতুল্য দেখা যায় নাই। টিএমএসএস মম ইন বিনোদন জগতে আট কিলোমিটার দৈর্ঘ্য এবং স্বাভাবিক করতোয়া থেকে অনেক প্রশস্থ নদীভুক্ত জলাশয়ে বিপুল সংখ্যক মাছের আধিক্য হওয়ার কারণ এই অঞ্চলে মৎস অভয়াশ্রম সৃষ্টি করা হয়েছে। জানা গেছে যে, টিএমএসএস এর ওয়ার্ল্ড ফিস প্রজেক্টের পক্ষ থেকে ডিমওয়ালা মা মাছ না ধরার অনুরোধ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মাছের আধিক্য এবং চোখ জুড়ানো মৎস বিচরণ দৃশ্যমানতা দেখে কে শোনে কার কথা। তাই নগদ যা পাই তা লুফে নেই এই চেতনায় মাছ ধরছে হাজার হাজার মানুষ। তবে অভিজ্ঞ জনের ধারণা যতই ধরুক না কেন এই বিস্তীর্ণ উন্মুক্ত মৎস অভয়াশ্রমযুক্ত জলাশয়ে মা মাছের ঘাড়তি হবে না।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button