রংপুর বিভাগসারাদেশ

ডিমলায়,তিস্তায় পানি বাড়ায় ছয়টি গ্রাম প্লাবিত

ডিমলা (নীলফামারী)প্রতিনিধি: ডিমলায়, হঠাৎ করেই পানি বেড়েছে তিস্তায় এরফলে তিস্তা নদী বেষ্টিত এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জনপ্রতিনিধিরা বলছেন নদীতে পানি বাড়তে থাকলে বন্যা হওয়ার আশংকা রয়েছে।
তিস্তা নিয়ন্ত্রণ কেন্দ্র সুত্র জানায়, বুধবার রাত থেকে বাড়তে থাকে তিস্তায় পানি। যা আজ সকাল নয়টা ও দুপুর ১২টায় বিপদ সীমা বরাবর অবস্থান করছে। এরআগে সকাল ছয়টায় বিপদ সীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
পানি উন্নয়ন বোর্ড(পাউবো) ডালিয়ার নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের সবকটি(৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।
পুরো পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি এবং কর্মকর্তা কর্মচারীরা মাঠ পর্যায়ে কাজ করছে। উজানের ঢলের কারণে পানি বাড়লেও পানি কমার সম্ভাবনা রয়েছে।
পানি বাড়ার ফলে তিস্তা নদী বেষ্টিত টেপাখড়িবাড়ি ইউনিয়নের ছয়টি চর প্লাবিত হয়েছে। এসব চরের প্রায় পাঁচ’শ মানুষ বিপাকে পড়েছেন।
টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়নুল ইসলাম জানান, গতরাত থেকে বাড়তে থাকে তিস্তায় পানি। এরফলে নি¤œাঞ্চলে প্রবেশ করতে থাকে।
তিনি বলেন, মজিদপাড়া, টাবুরচর, পুর্ব খড়িবাড়ি, বাঘের চর, জিঞ্জিরপাড়াসহ ছয়টি এলাকায় পানি প্রবেশ করেছে। পানি বাড়তে থাকলে এসব এলাকায় বন্যা হওয়ার আশংকা রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button