খুলনা বিভাগসারাদেশ

ডিমলায় টিসিবি’র পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলায় হতদরিদ্রদের মাঝে ন্যায্যে মূলে টিসিবি পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। ২০ মার্চ-২০২২ রবিবার সকালে পূর্ব ছাতনাই ও টেপা খড়িবাড়ী ২টি ইউনিয়নের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে টেপা খড়িবাড়ী ইউ.পি চেয়ারম্যান মইনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নীলফামারী-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুু, ইউএনও মো: বেলায়েত হোসেন, ১০নং পূর্ব ছাতনাই ইউ.পি চেয়ারম্যান মো: আব্দুল লতিফ খান সহ ইউ.পি সদস্য/সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বক্তারা বলেন টিসিবি পণ্যে ভোক্তাপ্রতি সর্বোচ্চ বিক্রয় চিনি ২ কেজি, প্রতিকেজি মূল্যে ৫৫ টাকা, মশুর ডাল ২কেজি, প্রতি কেজি ৬৫ টাকা, সয়াবিন তেল ২ কেজি, প্রতি কেজি ১১০ টাকা করে বিক্রয় করা হবে। বক্তারা  আরো বলেন উপজেলায় সরকারের নিয়োগপ্রাপ্ত ডিলার সিডিউল মোতাবেক পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন পরিষদে গিয়ে কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে টিসিবি পণ্য বিক্রয় করবেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button