সারাদেশ

ডোমারে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নীলফামারীর ডোমারে কাপড় শুকাতে দেওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ছবদের আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে পুত্রবধূ উম্মে কুলসুম গুরুতর আহত হন। ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার (২৮ আগস্ট) সকালে ডোমার পৌরসভার পূর্ব চিকনমাটি গ্রামে এ ঘটনা ঘটে।

ছবদের আলী ওই এলাকার মৃত হাকি মামুদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছবদের আলী সকালে গোসল সেরে বাড়ির উঠানে কাপড় শুকাতে দেওয়ার সময় অসাবধানতাবশত পাশ দিয়ে টানা বিদ্যুতের তার স্পর্শ করে ফেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে পুত্রবধূ উম্মে কুলসুমও বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির লোকজন দ্রুত তাদের তার থেকে ছাড়িয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক ছবদের আলীকে মৃত ঘোষণা করেন। উম্মে কুলছুম চিকিৎসাধীন রয়েছেন।

ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুরমামলা হয়েছে। পরে নিহতের মরদেহ পৌর চেয়ারম্যানের মাধ্যমে দাফনের জন্য হস্তান্তর করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button