সারাদেশ

দিনাজপুরের বিরামপুরে যুবদল নেতাকে নিজ বাড়ির সামনে কুপিয়ে আহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর পৌর শহরে নিজ বাড়ির সামনে প্রকাশ্য দিবালোকে গতকাল শনিবার বিকালে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে বখাটেরা। আহত যুবদল নেতা পূর্বপাড়া মহল্লার মৃত. মুক্তির ছেলে বেলাল হোসেন (৩০)। সে উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লকডাউনের কারণে শহরে দোকানপাট বন্ধ ও রাস্তায় লোকজনের চলাচল কম ছিল। ঘটনার সময় বেলাল তাঁর নিজ বাড়ির মেইন গেটের সামনে বসে ছিল। পূর্ব শত্রুতার জেরে কয়েকটি মোটরসাইকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কয়েকজন এসে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত বেলালকে কোপাতে শুরু করে। বেলালের ছোট বোন আরিফা আক্তার নূপুর বাড়ি থেকে বেরিয়ে এসে ভাইকে রক্ষা করতে গেলে তাকেও মেরে জখম করে হামলাকারীরা। এসময় এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বেলালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা আরো জানিয়েছেন, হামলাকারীদের অধিকাংশই স্থানীয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে জড়িত। এছাড়া তারা এলাকায় বখাটে হিসেবেও পরিচিত। তাদের কয়েকজনের নামে ইতিপূর্বে বিভিন্ন কারণে মামলা হয়েছিল।
এ ঘটনায় বেলালের বোন আরিফা আক্তার নূপুর নিজের প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে বিরামপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৮ (তাং-১৮/০৪/২০২০)।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button