রাজশাহী বিভাগসারাদেশ

দুর্বৃত্ত কর্তৃক রাতের আধারে টিএমএসএস এর গাছ কাটায় গ্রাম্য সালিশ অনুষ্ঠিত

বগুড়া সদরের শাখারিয়া মৌজায় গত বৃহস্পতিবার (৭মার্চ) রাতের আধারে দুর্বৃত্তরা টিএমএসএস এর বাঁশ-গাছের ব্লক থেকে ৩৫টি বর্ধনশীল ছোট গাছ কেটে রেখে গেছে। এ বিষয়ে বগুড়া সদর থানায় মামলা করার পরিকল্পনার প্রাক্কালে টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমের উদ্যোগে গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় একটি গ্রাম্য সালিশের আয়োজন করা হয়।
উক্ত সালিশে শাখারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক এনামুল হক রুমি এবং অত্র ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, বগুড়া পৌরসভার ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লুৎফর রহমান মিন্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ শতশত নারী পুরুষ উপস্থিত ছিলেন। দুই ঘন্টার বেশী সময় ধরে বিভিন্ন ব্যক্তিবর্গ, জন প্রতিনিধিগণ অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের উন্নয়ন মূলক কর্মকান্ডের প্রশংসা করেন। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় গাছ কোন অভাবী লোক কাটেনি। যেহেতু গাছ কেটে ওখানেই ফেলে রেখে গেছে তাই এটি একটি নাশকতামূলক কাজ এবং হিংসা বিদ্বেষের বহিঃপ্রকাশ। বৈঠকে সিদ্ধান্ত হয় যে, এলাকাবাসী এ বিষয়ে আরও তৎপর থাকবে। এ রকম অক্সিজেন উৎপাদনকারী গাছ কেটে যারা পরিবেশের ক্ষতি সাধন করছে তাদেরকে পরবর্তীতে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। স্থানীয়বাসিন্দা মোশাররফের জমির পাশ থেকে বাঁশের করুল কাটা হয়েছে। গত রাতেও নাশকতাকারী গাছ কেটেছে ব্লকের মাঝখান থেকে ইহা নাশকতাকারীর কৌশল কিনা তাহা আগামীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তা নির্ণয় করা সম্ভব হবে। এ ছাড়াও কিছু অসাধু লোকজন উক্ত মাঠে তাস খেলে, জুয়া খেলে তাদেরকে কৌশলে সনাক্ত করে জনপ্রতিনিধিকে অবহিত করার জন্য উপস্থিত চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বারগণ প্রস্তাব রাখেন। শেষে শাখারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক এনামুল হক রুমি এবং কাউন্সিলর মোঃ লুৎফর রহমান মিন্টু উপস্থিত সকলকে এবং এলাকাবাসীকে টিএমএসএস এর উন্নয়ন মূলক কাজে সহযোগিতা করার আহ্বান জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button