রাজশাহী বিভাগসারাদেশ

ধামইরহাটে বিজিবি’র অভিযানে ২৬০ বোতল ফেন্সিডিল আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ২৬০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করা হয়েছে। ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন,পিএসসি,জি জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে চকচন্ডী বিওপির টহল কমান্ডার সুবেদার মো.ফারুক আহম্মেদ এর নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী খড়মপুর গ্রামের মাঠে অভিযান চালায়।

অভিযানে সীমান্ত পিলার ২৬৪ এর নিকট থেকে ২৬০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের মূল্য এক লাখ চার হাজার টাকা। এব্যাপারে লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন,পিএসসি বলেন,সীমান্তে মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকমুক্ত সমাজ গঠনে মাদক চোরাকারবারীদেরকে ধরিয়ে দিতে বিজিবিকে সহায়তা করার জন্য সীমান্তবর্তী জনগণের প্রতি অনুরোধ জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button