সারাদেশ

ধুনটে পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৬

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত ও ১ ভরি ওজনের ২টি র্স্বনের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলো উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত. রহমতুল্লাহ সরকারের ছেলে সাইফুল ইসলাম, তার স্ত্রী নার্জিনা খাতুন, চাঁন মিয়া সরকার ও তার স্ত্রী রুপসী খাতুন এবং লাল মিয়া সরকার ও তার স্ত্রী স্বপনা খাতুন। বুধবার দুপুর ২টায় ওই গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে ধুনট থানায় ৫জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত. মৃত. রহমতুল্লাহ সরকারের ছেলে সাইফুল ইসলামের সাথে একই গ্রামের মৃত. গোমর আলী সরকারের ছেলে রফিকুল ইসলাম সরকার ও মৃত. ওমর আলী সরকারের ছেলে শাহজাহান আলী সরকারের সাথে দীর্ঘদিন যাবত পূর্ব শত্রুতায় বিরোধ চলে আসতেছিলো। তার ই জের ধরে গত ২২/০৪/২০২০ইং তারিখ দুপুর ২টায় সময় রফিকুল ইসলাম সরকার, শাহজাহান আলী সরকার ও তার লোকজন লোহার রড, লাঠিা সোটা, শাবাল ও দেশীয় অস্ত্র নিয়ে বে আইনি দলবদ্ধ হয়ে রফিকুল ইসলামের বাড়ী প্রবেশ করে অশ্লীল ভাষায় গালি গালাজ করতে থাকে। এসময় রফিকুল ইসলাম ও তার স্ত্রী নার্জিনা খাতুন, চাঁন মিয়া ও তার স্ত্রী রুপসী খাতুন এবং লাল মিয়া ও তার স্ত্রী স্বপনা খাতুন তাদের প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে তাদেরকে মারপিট করতে আহত করে ও রুপসী খাতুন ও স্বপনা খাতুনের গলায় পরিহিত থাকা ২ টি স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। পরে তাদের ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রাণ নাশের হুককি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসার জন্য ভর্তি করায়। আহতদের মধ্যে লাল মিয়াকে উপজেলা প্রাথমিক স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন ও চাঁন মিয়া এবং নার্জিনা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বাকি গুলো প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে।

ধুনট থানার এসআই নুরুজ্জামান জানান, এ বিষেয় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button