সারাদেশ

নওগাঁর আত্রাইয়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত: অস্ত্র ও মাদক উদ্ধার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ জেলায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ১ ব্যক্তির মৃতু হয়েছে। বৃহষ্পতিবার ভোর রাতে আত্রাই থানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মিনহাজুল ইসলাম ওরফে মিন্টু ওরফে শিকদার (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নওগাঁর আত্রাই উপজেলার তিলাবদুরী গ্রামে পুলিশের সাথে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন জানান, মিনহাজুল ইসলাম ওরফে মিন্টু ওরফে শিকদারের নামে আত্রাই থানায় চারটি হত্যা মামলাসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে। বুধবার দিবাগত রাতে আত্রাই থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র উদ্ধারে উপজেলার তিলবদুরী এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা মিনহাজুলের সহযোগি সন্ত্রাসীরা পুলিশের উপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মিনহাজুলের মৃত্যু হয়। পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, চারটি বোমা উদ্ধার করেছে। বন্দুকযুদ্ধে নিহত মিনহাজুল আত্রাই উপজেলার ভর তেঁতুলিয়া গ্রামের আব্দুর রহমান ওরফে পরা’র পুত্র।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button