রাজশাহী বিভাগসারাদেশ

নাচোলে আ’লীগের উদ্যোগে ৪৫তম জেলহত্যা দিবস পালিত

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৃথক আয়োজনে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে উপজেলা আ’লীগ ও পৌর আ’লীগের উদ্যোগে ৪৫তম জেল হত্যা দিবস পালিত হয়েছে। এদিন সকাল ১০টায় নাচোল ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সেক্রেটারী উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল ইউনিয়ন আ’লীগের সভাপতি গোলাম মোস্তফা ও সেক্রেটারী ৩নং নাচোল ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রভাষক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস, নেজামপুর ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী আমিনুল ইসলাম। অপর দিকে সকাল সাড়ে ১০টায় নাচোল মধ্যবাজার দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে একটি র‌্যালী পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে তাঁর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি নিতাই চন্দ্র বর্মন, যুগ্ম সম্পাদক কামাল আহমেদুজ্জোহা পলাশ, পৌর আ’লীগের সেক্রেটারী আনোয়ারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী গোলাম মোস্তাফা। আলোচনা শেষে ৪নেতার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button