রাজশাহী বিভাগসারাদেশ

নাটোরের বড়াইগ্রামে রাস্তা সংস্কারে ধীরগতি জনগণের দুর্ভোগ চরমে

নাটোরে বড়াইগ্রাম বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে থানার মোড় হতে মানিকপুর পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ কাজ শুরু হয় কয়েক মাস আগে। কিন্তু রাস্তা সংস্কারের নামে যদি কাজটা ধীরগতিতে করা হয় আর তার জন্য যদি পরিবেশ ও জনজীবনরে উপর বিপর্যয় নেমে আসে তাহলে সেই কাজটি কারো জন্যই কাম্য নয়, মাঝে মাঝে পানি দিলেও বাতাসে ধুলা পরিবেশকে নষ্ট করেই চলেছে, হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা কিন্তু ধুলার কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে পাশেই রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাস্তার পাসেই রয়েছে বড়াইগ্রাম থানা, বাড়ইগ্রাম পাইলট  উচ্চ বিদ্যালয়, তার পরে বড়াইগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, রাস্তার পাশেই রয়েছে বড়াইগ্রাম পৌরসভা, পরেই রয়েছে বড়াইগ্রাম অনার্স কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র  ছাত্র-ছাত্রী , চাকুরীজীবীদের ,সাধারন মানুষের যাতায়াতের একমাত্র সড়কটিতে ধুলার কারনে  চলাচলের  জন্য অনুপোযোগী হয়ে পড়েছে। এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পরিতোষ কুমার বলেন বাতাসে অতী মাত্রায় ধূলকিণার কারনে মানুষরে শরীরে নানা রকম রোগের প্রকোপ দেখা দিতে পারে। ধুলাবালি মানব স্বাস্থ্যরে এক ভয়ঙ্কর শত্রু। ধুলাবালি প্রতিনিয়ত দেহের মাঝে প্রবেশ করে নানাভাবে আমাদের ক্ষতি করছে। বিশেষ করে সর্দি কাশি সাইনোসাইটসি, মাথাব্যথা, হাঁপান-িঅ্যাজমা, শ্বাস-প্রশ্বাসরে জটিলতা, চোখ ওঠাসহ চোখরে বভিন্নি জটলিতা ও দৃষ্টশিক্তি হ্রাস, বিভিন্ন প্রকার র্চমপীড়া, বক্ষব্যাধি, পরিতন্ত্ররে জটিলতা ও  নানান রোগ। অ্যাজমা রোগীর প্রশ্বাসরে সঙ্গে গলার ভতের দিয়ে যখন ধূলকিণা ঢুকতে থাকে তখন সেটা ঠকোনোর জন্য শরীর ওই পথ সংকুচতি করে বন্ধ করে দেয়ার চেষ্টা করে, স্থানীয় জনসাধারণের দাবি রাস্তাটি সম্পূর্ণ সংস্কার করে চলাচলের উপযুক্ত করে দেওয়া হোক ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button