রাজশাহী বিভাগসারাদেশ

নাটোরে ফের লকডাউন,হার্ড লাইনে যাবে প্রশাসন-এমপি শিমুল

নাটোর প্রতিনিধিঃ নাটোরে ফের লকডাউনের ঘোষণা দিয়ে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেছেন, নাটোরে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাহির হবেন না। লকডাউন চলবে, আর প্রশাসন আরো কঠোর হবে। সবাই ঘরে থাকুন নিরাপদ থাকুন। মঙ্গলবার (১৯) গভীর রাতে  লাইভ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সোমবার নাটোরে একসাথে ৩০ জন করোনায় আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে এই লাইভ সাক্ষাৎকারের আয়োজন করা হয়। এসময় শফিকুল ইসলাম শিমুল এমপিকে দেশ-বিদেশ থেকে বিভিন্ন প্রশ্ন করেন, তিনি উত্তর দেন। এছাড়া অনেকে এমপির কার্যক্রমের প্রশংসাও করেন। এসময় শফিকুল ইসলাম শিমুল এমপি বলেন, কারো গাড়ির কাগজপত্র থাকুক বা না থাকুক বিনা প্রয়োজনে কেউ ঘরের বাহিরে আসলে প্রশাসন ব্যবস্থা নিবে। তাই সবাইকে অনুরোধ করব। কেউ চিকিৎসা সংক্রান্ত ব্যতিত বাহিরে বের হবেন না। করোনার শুরু থেকে নাটোরে অবস্থান করে সাধারণ মানুষকে খাদ্যসামগ্রী প্রদান প্রসঙ্গে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিমুল বলেন, প্রয়োজনে আমার সবকিছু বিক্রি করে দিয়ে হলেও আমি নাটোরবাসীর পাশে থাকবো।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button