রাজশাহী বিভাগসারাদেশ

পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ভিসি দাবীদার সেই গোলাম রব্বানীর ১ বছর সশ্রম কারাদন্ড ও জরিমানা

স্টাফ রিপোর্টারঃ পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ভুয়া মালিকানা দাবী ও নিজেকে ভিসি দাবীদার সেই গোলাম রব্বানীর ১ বছর সশ্রম কারাদন্ড সহ এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ডের রায় প্রদান করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৪ এর বিচারক বেগম মোছাঃ আসমা মাহমুদ মামলাটি রায় প্রদান করেন।

মামলা সূত্রে জানা গেছে বগুড়া জেলাধীন শেরপুর উপজেলার শ্রীরামপুরের হযরত আলী তালুকদারের ছেলে মোঃ গোলাম রব্বানী পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি’র নথি পত্রাদী জালিয়াতী করে মালিকানা ও বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিজেকে দাবী করেন। বিগত ২০১৫ সালে শেরপুরে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস স্থাপন করে তিনি ছাত্র/ছাত্রী ভর্তির জন্য পত্রিকায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। উক্ত বিজ্ঞপ্তি দেখে বগুড়া সদর উপজেলাধীন ধরমপুরের মৃত আনিছুর রহমানের পুত্র মোঃ কাওছারুল ইসলাম ইএমবিএ প্রোগ্রামে ভর্তি হয়। এ সময় তার নিকট হতে ভর্তির বাবদ ৬০,৭০০ টাকা গ্রহণ করে। বগুড়ার শেরপুরে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কোন অনুমোদন নাই মর্মে বুঝতে পেরে উক্ত ছাত্র বগুড়ার সিনিয়র জুডিশিয়াল শেরপুরের আমলী আদালতে ১০৪সি/২০১৫ নম্বর মামলা দায়ের করেন। দীর্ঘ দিন যাবৎ মামলাটি বিচারাধীন থাকার পর গত বৃহস্পতিবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৪ এর বিচারক বেগম মোছাঃ আসমা মাহমুদ মামলাটি রায় প্রদান করেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডভোকেট নুরুল ইসলাম চৌধুরী এবং বিবাদী পক্ষে এ্যাডভোকেট আব্দুল কাদের মজনু মামলাটি পরিচালনা করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button