রংপুর বিভাগসারাদেশ

নীলফামারীতে বাড়ছে করোনা টিকা গ্রহণের আগ্রহ

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে মানুষের মধ্যে দিন দিন টিকা গ্রহনের আগ্রহ বাড়ছে। এ জেলায় টিকা গ্রহনকারীদের কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি । বৃহস্পতিবার (১১ফেব্রুয়ারী) সকালে প্রায় প্রতিটি টিকাদান কেন্দ্রে আগ্রহী নিবন্ধিত মানুষের উপচেপড়া ভীড়। সেবাদানকারী স্বাস্থ্য কর্মীরা ভীড় সামলাতে হিমসিম খাচ্ছে। টিকা নিতে আগ্রহী নিবন্ধিত সৈয়দপুরের কামারপুকুর কলেজের প্রভাষক ও স্থানীয় সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক শওকত হায়াত শাহ জানান, ২য় দিনে আমার এক পরিচিতজন টিকা নিয়েছে। খোঁজ নিয়ে জেনেছি তার এখনো কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি; তাই আমিও নিবন্ধন করে ৪র্থ দিনে টিকা গ্রহন করতে এসেছি। প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু আমি টিকা নিয়েছি গতকাল। এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি। জেলা স্বাস্থ্য বিভাগ টিকা গ্রহনকারী ব্যক্তিদের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার-প্রচারনা চালিয়ে অন্যান্যদের টিকা গ্রহনে উৎসাহিত করছে। তাই টিকা নিতে এখন আগ্রহ দেখাচ্ছেন অনেকেই।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত বুধবার পর্যন্ত নীলফামারীর সদরের ২৫০ শয্যা হাসপাতালেন ১৪৯০, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ৩২০, সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে ১৫০, ডোমার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫০, ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৩০, জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০০ ও কিশোগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৬০ জন টিকা নিয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, টিকা গ্রহনকারীদের মধ্যে এখন পর্যন্ত কোন ধরনের পাশ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। তাই টিকা নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই। নিবন্ধন করে পর্যক্রমে সকলকে তিনি টিকা গ্রহনের আহবান জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button