রংপুর বিভাগসারাদেশ

নীলফামারীর ডিমলায় করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসা সামগ্রী প্রদান

নীলফামারী (ডিমলা) প্রতিনিধি: আজ ৭ জুন রবিবার সকালে নীলফামারী জেলার ডিমলা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের তহবিল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধ ও নমুনা সংগ্রহের জন্য উপহার সামগ্রী প্রদান করেন জয়শ্রী রাণী রায়, উপজেলা নির্বাহী অফিসার, ডিমলা। এ সময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ, ডিমলা। উপহার সামগ্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে গ্রহণ করেন, ডাক্তার নিরঞ্জন কুমার রায়, (আরএমও) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডিমলা সহ ইউ.এন.ও অফিসের অফিস সহকারী (ভারঃপ্রাপ্ত) রোকনুজ্জামান রোকন। উপহার সামগ্রীর মধ্যে ছিল পালস অক্সিমিটার-২টি, অক্সিজেন ফ্লো মিটার-৫টি,থার্মাল স্ক্যানার-২টি, হ্যাক্সিসল এমএল-২শত টি, ফেইস শেইল্ড-২শত টি, ওয়ান টাইম হ্যান্ড গ্লোপস ৫০ প্যাকেট ৫ হাজার পিচ,নমুনা সংগ্রহের জন্য থাইগ্লাস সেটিং র”ম।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button