ঢাকা বিভাগসারাদেশ

নড়াইলে মাদক মামলায় নারীর আমৃত্যু কারাদন্ড

নড়াইল: নড়াইলে মাদক মামলায় অহিদা বেগম টিয়া (৪০) নামে এক নারীর আমৃত্যু কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ( ১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। অহিদা বেগম টিয়া যশোরের কোতয়ালী থানার শংকরপুর গ্রামের শরিফুল ইসলাম খানের স্ত্রী। মামলার অপর দুই পলাতক আসামিসহ চারজনকে খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৩ অক্টোবর নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় প্রাইভেটকার তল্লাশি করে চালকসহ চারজনকে আটক করে পুলিশ। এ সময় অহিদা বেগম টিয়ার পোশাকের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নড়াইল সদর থানায় পাঁচজনকে আসামি করা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button