রাজশাহী বিভাগসারাদেশ

পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষকগণের সঙ্গে নবনিযুক্ত ভিসির মতবিনিময়

পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউবি) রংপুর রোড গোকুল বগুড়ায় বুধবার কর্মরত শিক্ষকগণের সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ মোজাফফর হোসেন মতবিনিময় সভা করেন।
উক্ত সভায় উপাচার্য বলেন একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় আইসিটি বিষয়ে দক্ষতা বৃদ্ধি করতে হবে। পুন্ড্র বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে তিনি অত্র বিশ্ববিদ্যালয়কে ভালমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। সম্মানিত অতিথি হিসেবে শিক্ষকগণের উদ্দেশ্যে আরও বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ মোঃ মতিউর রহমান, বিওটি’র সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আ.ন.ম. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহম্মদ চিশতী এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. আলাউদ্দিন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button