সারাদেশ

ফরিদপুর ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দু,দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১ঃআহত-২৫,গ্রেফতার ১২

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু,দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদ মাতুব্বর(৪৫) নামে ১ কৃষক নিহত হয়েছে। সে উক্ত গ্রামের জয়নাল মাতুব্বরের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে অন্ততপক্ষে ২৫ জন । আহতদেরকে পার্শ্ববর্তী সদরপুর ও অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকটি বাড়ীঘর ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ তাৎক্ষনিকভাবে উভয় গ্রুপের ১২ জনকে আটক করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম এবং স্খানীয়রা জানান, গ্রামের প্রভাবশালী শাহজাহান মাতুব্বর ও জাহাঙ্গীর মাতুব্বর পক্ষের মধ্যে দীর্র্ঘ্যদিন যাবৎ আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ-সংঘাত চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে প্রতিদ্বন্দী দু,দল গ্রামবাসী সংঘবদ্ব হয়ে ঢাল,সরকী,রামদা প্রভৃতি দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে এলাকায় রনক্ষেত্রে পরিনত হয়। দীর্র্ঘক্ষন সংঘর্ষের ফলে উভয়পক্ষের অন্ততপক্ষে ২৫ জন আহত হয়। এতে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে শহিদ মাতুব্বর গুরুতর আহত হন। তাকে উদ্বার করে পার্শ্ববর্তী সদরপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িত ১২ জনকে আটক করা হয়েছে । জড়িতদের গ্রেফতারের চেষ্ঠা চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button