সারাদেশ

বগুড়ায় আইসোলেশন আরও ৩ জন

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বগুড়ায় নারীসহ আরও ৩ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে।

মাঝে দুইদিন বিরতি দিয়ে রোববার নতুন করে বগুড়া মোহাম্মদ আলী হাসপতালে করোনা আইসোলেশন ইউনিটে এই তিনজনকে ভর্তি করা হলো।

এই তিনজনই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনা সন্দেহে তাদেরকে দুপুরে আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানিয়েছেন, ওই তিন রোগীর মধ্যে ৭৪ বছর বয়সী এক নারী রয়েছেন। তার বাড়ি সিরাজগঞ্জে। অন্য দুইজনই পুরুষ। একজন বগুড়ার শাজাহানপুরের; বয়স ৩৪ বছর অন্যজন শেরপুরের; ৫০ বছর।

তিনি বলেন, এই তিনজন ছাড়াও আগে থেকে আইসোলেশনে থাকা জনের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসায় তাদেরকে রোববার ছুটি দেওয়া হয়েছে।

এক প্রশ্নে ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় বলেন, ‘৯ এপ্রিলের পর গেল দুইদিন আইসোলেশনের জন্য কোনও রোগী ছিল না। রোববার মেডিকেল থেকে রেফার্ড করা তিনজনকে আমরা পেলাম। তাদের নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হবে।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button