সারাদেশ

বগুড়ায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে শহিদুল ইসলাম আকন্দ (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কর্নিবাড়ি ইউনিয়নের যমুনা নদীর দুর্গম শনপচার চরে এ ঘটনা ঘটে।
উপজেলার শনপচার চরের বাসিন্দাদের ভাষ্যমতে, কর্নিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজাহার আলীর সঙ্গে আট বিঘা জমি নিয়ে বিরোধ ছিল ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আকন্দ ও ইলিয়াস মোল্লার। বিরোধপূর্ণ ওই জমি দখলে নেন চেয়ারম্যানের লোকজন। এ নিয়ে ইলিয়াস মোল্লাদের পক্ষ নেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আনিসুর রহমান। অন্যদিকে চেয়ারম্যানের পক্ষ নেন দলের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি খায়রুল ইসলাম।
আয়েন উদ্দিন নামে এক স্থানীয় বাসিন্দা “জমিজমা নিয়ে বিরোধ ছাড়াও সপ্তাহখানেক আগে সালিশে কথাকাটাকাটি হয় দুই পক্ষের। এসবের জেরে মঙ্গলবার সন্ধ্যা রাতে শনপচার বাজারে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলামের নেতৃত্বে সাধারণ সম্পাদক আশরাফুলসহ তাঁর লোকজনের ওপর হামলা করা হয়। একপর্যায়ে বাজারের পাশে তিনটি বাড়িতে হামলাকারীরা চড়াও হয়। এ সময় ধারালো ফলার আঘাতে নিহত হন আশরাফুলের চাচাতো ভাই শহিদুল।”
সারিয়াকান্দি থানার ওসি মোহাম্মদ আল আমিন বলেন, “খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য দুর্গম ওই চরে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button