রাজশাহী বিভাগসারাদেশ

বগুড়ায় আজ থেকে পাওয়া যাবে টিসিবি’র পণ্য

বগুড়ায় ভতুর্কি মূল্যে টিসিবি‘র পণ্য বিক্রি আজ থেকে শুরু হয়েছে। পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশ ব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কার্যক্রম চলবে আগামী ২৯ জুন পর্যন্ত।

বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে এ কার্যক্রমের উধোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক। পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে টিসিবি‘র পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

জেলার ১২ টি উপজেলায় ও পৌরসভার ১ লাখ ৬৩ হাজার ২০০ পরিবার এ সুবিধা পাবে। বগুড়া পৌরসভায় ২৬ হাজার ৩৪৪ পরিবার এ সুবিধার আওতায় আসবে বলে জানান বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল।

টিসিবি ৩টি পণ্য বিক্রি করবে। এরমধ্যে চিনি ৫৫ টাকা কেজি, মশুর ডাল ৬৫ টাকা কেজি এবং সয়াবিন  ১১০ টাকা লিটার দরে বিক্রি করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ, সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল, সদর উপজেলা চেয়ারমান আবু সুফিয়ান সফিক, পৌর মেয়র রেজাউর করিম বাদশা, অতিরিক্ত পুলিশ সুপার শরাফত হোসেন প্রমুখ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button