রাজশাহী বিভাগসারাদেশ

বগুড়ায় কৌশলে আয়কর ফাঁকি দিচ্ছে দোকান মালিক

বিশেষ প্রতিনিধি (বগুড়া) : করোনা কালীন সময়ে বগুড়া শহরের খাতা কলমের মার্কেট খাজা মার্কেটের ব্যবসায়ীদের কাছে থেকে দোকান ভাড়ার চাপ দেয় দোকান মালিকের ম্যানেজার,এসময় ব্যবসায়ীরা করোনার কারণে ভাড়া দিতে ব্যর্থ হয়। ব্যবসায়ীরা একথা সংবাদ কর্মীদের জানালে, পরে অনুসন্ধান করে কাগজ পত্রের প্রমান মিলে , এ কে এম মেহেদী  মাসুদ নামের এক দোকান মালিক বগুড়া সদররে ২নং রেলগটে সংলগ্ন অবস্থতি তিন তলা বিশিষ্ট  খাজা র্মাকটে (র্পূবাংশরে) স্বত্বাধকিারী । ঐ র্মাকটেে ২৭টি দোকান ঘর থাকা সত্বওে সে কৌশলে ৭টি দোকান ঘররে ভাড়া গোপনরেখে  শুধু ২০ টি দোকান ঘররে ভাড়ার  আয়কর ফাইলে দীর্ঘদিন ধরে দেখিয়ে আসছে । খাজা মার্কেটের দোকান ঘর হইতে প্রতি বৎসরে ১৭,১৬,০০০/- (সতরে লক্ষ ষোলো  হাজার) টাকা ভাড়া উঠানোর রসিদে পাওয়া যায় । এ ছাড়াও বগুড়া নিউ মার্কেটের পুকুর পাড় মার্কেটের ১টি দোকান ঘর ও রেলওয়ে মার্কেটের ২ টি দোকান সহ প্রতি বছরে ২০,২৮,০০০/- (বিশ লক্ষ আটাশ হাজার) টাকা দোকান ভাড়ার রশিদের মাধ্যমে উঠায় , কিন্তু  তিনি বাৎসরকি আয়কর রিটানে ২০১৪- ২০১৫ সাল থেকে ৪,৩৪,৪০০/টাকা আয়কর দেখিয়ে কৌশলে আয়কর ফাঁকি দিয়ে আসছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button