রাজশাহী বিভাগসারাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের টিএমএসএস মেডিকেল কলেজ পরিদর্শন

স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টিম বৃহস্পতিবার ঠেঙ্গামারা বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ পরিদর্শন করেন।

পরিদর্শন টিমে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক চৌধুরী ইয়াকুব জামাল, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আয়েশা খাতুন, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের অধ্যাপক আসাদুল ইসলাম, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক মোঃ আবুল হাসনাত জোয়ারদার, ঢাকা মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ মাজহারুল হক (তপন)। তাদের সঙ্গে ছিলেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, টিএসএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহজাহান আলী সরকার, টিএমএসএস মেডিকেল কলেজ ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ এম এ গফুরসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনের আগে আগত অতিথিবৃন্দ আরসিএইচ কনফারেন্স রুমে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সভায় মিলিত হন। এ সময় পরিদর্শন টিমের সামনে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে টিএমএসএস মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের কার্যক্রম তুলে ধরেন টিএমএসএস এর পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডাঃ অনুপ রহমান চৌধুরী। উল্লেখ্য টিএমএসএস মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের পোস্ট গ্রাজুয়েশন (ডি.বি.এস এন্ড টি) কোর্স চালুর অনুমোদন প্রদানের জন্য প্রতিষ্ঠানের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উচ্চ ক্ষমতা সম্পন্ন টিম। পরিদর্শন শেষে তারা সন্তোষ প্রকাশ করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button