সারাদেশ

বড়াইগ্রামে বিভিন্ন জেলা ফেরত ৩’শ মানুষ: করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা

নাটোরের বড়াইগ্রামে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে, দেশের বিভিন্ন জেলা থেকে অন্তত ৩’শ মানুষ প্রশাসনের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা নায়ারনগঞ্জ সহ বিভিন্ন জেলায় করোনার রোগির সংখ্যা বাড়ার কারনে দলে দলে মানুষ এখন ফিরত শুরু করেছে বড়াইগ্রামে । বিভিন্ন কৌশলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যে যেভাবে পারে তার মতো করে নিজ বাড়িতে অবস্থান নিচ্ছে। এতে করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহি অফিসার আনোয়ার পারভেজ জানান,  বিভিন্ন জেলা থেকে যারা বড়াই উপজেলা প্রবেশ করেছে তাৎক্ষণিক ভাবে তাদেরকে বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে এবং ইউনিয়ন কমিটি করা আছে সব সময় তাদের খোঁজখবর রাখছে

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান চলতি মাসে ঢাকা এবং নারায়ণগঞ্জ সহ গাজীপুর, চট্টগ্রাম, ফরিদপুর, গাইবান্ধা সহ অন্যান্যে জেলা থেকে প্রায় ৩’শ মানুষ বড়াইগ্রাম উপজেলা প্রবেশ করেছে, তাদের নামের তালিকা করে বাড়ির সকল সদস্যকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button