রাজশাহী বিভাগসারাদেশ

বাণিজ্যিক ভাবে বিমান চালুর বিষয়ে ৫ সদস্যের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শণ

বগুড়ায় বাণিজ্যিক ভাবে বিমান চালুর বিষয়ে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় চার সদস্যের এক প্রতিনিধি দল বগুড়ার এরুলিয়া বিমান বন্দর পরিদর্শন করেন। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া। এ জেলার সঙ্গে দেশের প্রতিটি জেলার সড়ক ও রেলপথের যোগাযোগ ব্যবস্থা থাকলেও দীর্ঘ ২৫ বছরেরও চালু হয়নি বগুড়া বিমানবন্দর। অবকাঠামো নির্মাণের প্রায় দুই যুগ পর এবার বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে সরকার। গঠন করা হয়েছে ৫ সদস্যের একটি কমিটি। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) মতিউর (বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ) এ কমিটি গঠন করেছে। তারা আজ সোমবার সরেজমিনে ইসরাত জাহান পান্না যুগ্ন সচিব বে-সরকারি বিমান চলাচলাচল কর্তৃপক্ষ সহ ৫ সদস্যের একটি টিম পরিদর্শন করেন। পরে তারা প্রতিবেদন দাখিল করবেন। এর আগে চলতি বছরের বগুড়া বিমানবন্দর চালুর বিষয়ে একটি কমিটি গঠন করে বেবিচক (বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ)। প্রতিনিধি দল বগুড়ায় বিমান চলাচলের সম্ভাবতা যাচাই করেন। মতিউর এ সময় তারা দেখেন এই অবকাঠামো দিয়ে বিমান চলাচল করা সম্ভব কিনা , বিমান চলাচলে আরো জায়গার প্রয়োজন হবে কি না। উল্লেখ্য, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পের আওতায় রানওয়ে, কার্যালয় ভবন ও কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ, বিদ্যুৎ ও পানি সরবরাহ, রাস্তাঘাট নির্মাণসহ প্রয়োজনীয় সব অবকাঠামো নির্মাণ শুরু হয়। ২০০০ সালের দিকে এ প্রকল্পের কাজ শেষ হয়। কিন্তু বাণিজ্যিকভাবে বিমান আর উড়েনি। বর্তমানে এই বিমানবন্দরটি বিমান বাহিনীর প্রশিক্ষন স্কুল হিসাবে ব্যবহার হচ্ছে। সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাবলু এই প্রতিনিধি দলের সাথে ছিলেন। তিনি বলেন, বগুড়ার বিমানবন্দর চালু করতে কয়েকবার সংসদে কথা বলেছি। পরে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে বিমানবন্দর চালু করার বিষয়ে যুক্তি উপস্থাপন করি। তিনি আমার কথায় বগুড়ায় বিমানবন্দর চালু করার গুরুত্ব বুঝতে পারেন। পরবর্তীতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে মতিউর বগুড়া বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালু করতে একটি লিখিত প্রস্তাবনা পাঠাই।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button