রংপুর বিভাগসারাদেশ

বাড়িভাড়া মওকুফ ও দু’মাসের বেতনের টাকা দান করলেন নীলফামারীর সাংসদ রাবেয়া আলিম

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে নিজের বাড়িতে থাকা ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফ ও সাংসদ হিসেবে প্রাপ্ত বেতনের সমস্ত টাকা অসহায়দের সহায়তায় দান করলেন রাবেয়া আলিম।
জানা যায়, বিশ্ব মহামারি নভেল করোনা ভাইরাসের (কোভিড -১৯) প্রভাবে অসহায়ত্বের শিকার মানুষের সহয়তায় সাবেক সাংসদ মরহুম আলিম উদ্দীনের সহধর্মীনি বর্তমান নারী আসনের সাংসদ তার বাড়িতে থাকা ভাড়াটিয়াদের মাসিক ভাড়া মওকুফ করেছেন। এছাড়া সাংসদ হিসবে প্রাপ্ত দুই মাসের বেতন ৩ লাখ ৪০ হাজার টাকা অসহায় ও দরিদ্র মানুষদের সহায়তায় দান করেছেন। বেতনের ওই টাকা দিয়ে তিনি তার এলাকার দরিদ্র মানুষকে নগদ অর্থসহ ঈদ উপহার খাদ্যসামগ্রী তুলে দেন। ওই খাদ্য সামগ্রীর মধ্যে আছে চাল, চিনি, তেল, লবন, সেমাইসহ অন্যান্যা প্রয়োজনীয় খাদ্যদ্রব্য।
এ ব্যাপারে সাংসদ রাবেয়া আলিম বলেন, এই মাননীয় প্রধানন্ত্রীর আহবানে দুর্যোগকালীন সময় যারা স্বচ্ছল তাদের প্রতেকেরই উচিত সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। সকলেরই মনে রাখা উচিত মানুষ মানুষেরই জন্য। নিজের ভাল থাকার জন্য নয় বরং অন্যের ভাল থাকার মধ্যেই রয়েছে প্রকৃত সুখ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button