সারাদেশ

বেনাপোলে ভারত ফেরতদের কোয়ারেন্টাইনের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

যশোরের বেনাপোলে পৌর কমিউনিটি সেন্টারে স্থাপিত ভারত ফেরতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মী নিয়তি পাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিই যশোরের শার্শা উপজেলার প্রথম করোনা আক্রান্ত রোগী।
করোনা আক্রান্ত নিয়তি পাল শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। তিনি শার্শা কামারবাড়ী গ্রামের বাসিন্দা। বর্তমানে লক্ষণপুর উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে আছেন তিনি। এ ঘটনার পর শার্শার স্বাস্থ্য দপ্তরসহ শার্শা উপজেলা জুড়ে আতঙ্ক ঝুঁকি বিরাজ করছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কিছুদিন আগেহঠাৎ শরীরে জ্বর অনুভব করলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। বুধবার সকালে পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, মঙ্গলবার পর্যন্ত মোট ৩৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। সকালে তাদের প্রতিবেদন পাওয়া যায়। এর মধ্যে একজনের দেহে করোনা ধরা পড়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button