খুলনা বিভাগসারাদেশ

মহম্মদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নিহত ১

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামে- রবিবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে জালাল মোল্যা (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। নিহত জালাল মোল্যা চালিমিয়া গ্রামের মৃত্যু রহমান মোল্যার ছেলে।ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায় যে, একই গ্রামের আকিদুল মোল্যার সাথে জালাল মোল্যার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে ঘটনার দিন সকালে আকিদুলের নেতৃত্বে হালিমসহ কয়েকজন জালাল মোল্যার ভোগদখলীয় সম্পত্তি দখল করতে যায়। ফলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জালাল মোল্যাসহ দুথপক্ষের ১৫ জন আহত হয়। গুরুতর আহত জালাল মোল্যাকে স্থানীয়রা উদ্ধার করে সকালেই মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি দেখে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে এদিন দুপুরের পর চিকিৎসাধীন অবস্থায় জালাল মোল্যার মৃত্যু হয়।বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে আরিফ, আকবর ও নাঈম নামের তিনজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button